বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী সত্যকাহিনী ও পবিত্র কোরআনে বর্ণিত এবং ইরানে নির্মিত হযরত ইউসুফ (আ) এর অসাধারণ কাহিনী নিয়ে বাংলাদেশের এসএ টিভিতে বাংলায় সম্প্রচার হচ্ছে ইউসুফ পয়গম্বর নামের এই ধারাবাহিকটি। সিরিয়ালটি তুরস্ক, সিরিয়া, লেবানন, ইরাক, সুদান, আফগানিস্তান, মিশরে প্রচারকালিন সময়ে রাস্তাঘাট জনশূন্য হয়ে যেত।
- ধারাবাহিকটিতে দর্শক যা পাবেনঃ
- প্রাচীন শহর বাবেল, কেনান, শাম ও মিশর ও সর্বোপরি আরব দেশের প্রাচীন ব্যবস্থা সম্পর্কে ধারণা; যা ইতিহাসের আনাচে-কানাচে নিয়ে যাবে আপনাকে।
- প্রাচীন দাস প্রথা, বানিজ্যিক ভ্রমণ, খাবার-দাবার সম্পর্কে ধারণা।
- হযরত ইয়াকুব (আ) থেকে শুরু করে তাঁর ১১ সন্তান, প্রাচীন ধর্মব্যবস্থা, জোলায়খার প্রেম, ছোট্ট ইউসুফের জন্ম ও সহোদর কর্তৃক কূপে নিক্ষেপ পরবর্তী রোমাঞ্চকর আবহ সৃষ্টি।
- পোশাক-পরিচ্ছদে কোনরূপ অশ্লীলতা ও বেহায়াপনার বিন্দুমাত্র লেশ নেই।
আলিফ-লাম-র এগুলো হচ্ছে একটি সুস্পষ্ট গ্রন্থের আয়াত নিঃসন্দেহে আমি একে আরবি কোরআন হিসেবে নামেন করেছি যেন তোমরা তা অনুধাবন করতে পারো হে নবী আমি তোমাকে কোরআনের মাধ্যমে একটি সুন্দর কাহিনী শোনাতে চাচ্ছি যে আমি তোমার কাছে ওহী হিসেবে পাঠিয়েছি অথচ তার আগ পর্যন্ত এ কাহিনী সম্পর্কে ছেড়ে সম্পূর্ণ বেখবর লোকদেরই একজন এটা হচ্ছে সেই সময়ের কথা যখন ইউসুফ তার পিতাকে বলল হে আমার পিতা আমি স্বপ্নে দেখেছি এগারোটা তারা চাঁদ ও সূর্য কে আমি এদের আমার প্রতি শ্রদ্ধাবনত অবস্থায় দেখেছি একথা শুনে তার পিতা বলল হে আমার স্নেহের পুত্র তুমি তোমার স্বপ্নের কথা কিন্তু তোমার ভাইদের কাছে বলে দিও না তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র আসতে শুরু করবে কেননা শয়তান মানুষের খোলাখুলি দুশমন !
হে মহান ঈশ্বর প্রভু হে আমাদের প্রভু আমাদের জন্মদানকারী মঙ্গলদাতা প্রভু এই অবুঝ শিশুটিকে আরোগ্য দান করুন আর তার মা জননীতে আনন্দিত করুন এই অবুঝ শিশুর মাথা প্রতিজ্ঞা করেছে প্রভু তোমার দরবারে সে মূল্যবান হাদিয়া প্রদান করবে আমি প্রার্থনা করি যেন তিনি তোমার সন্তান কে জীবিত রাখেন তুমি এখন তোমার সন্তানকে নিয়ে যেতে পারো তুমি তোমার সন্তানকে ঠিক সে ভাবে মানুষ করবে যেন সে বড় হয়ে নিজেকে ইফতারের সেবায় বিলিয়ে দিতে পারে আপনিও মহলের কাছে আমি অনেক কৃতজ্ঞ স্তরের উপর রহমত বর্ষিত হোক আপনাদের মেহেরবানিতে আমার মৃত সন্তান জীবিত অবস্থায় ফিরে এসেছে তার উপর রহমত বর্ষিত হোক এই বাচ্চাটির মতো আমাদের সন্তান নিশ্চয়ই সেরে উঠবে তাই না নিষ্ঠুর শক্তিশালী নিশ্চয়ই আমাদের বাধা দেবে হ্যাঁ আমারও তাই মনে হয় চলে যাই !
তোমাদের কি হলো তোমরা তো নিজেরাই ফেরেশতারা পেয়েছো এখন কিনা নিজেরাই নিজেদের সেজদা করত এই পৃথিবীর সৃষ্টি সকল কিছুই ইনসানকে তাস্নিম করে আর তোমরা কিনা প্রাণহীন নির্জীব পদার্থের তাসলিম করছ ! খবরদার বলছি তুমি এসব বেহুদা কথাবার্তা বলে আমাদের খোদাকা অপমানিত করবে না আমি কথাগুলো নিযে থেকে বলছি না আমি খোদা কর্তৃক প্রেরিত কথাগুলোই কিতাব থেকে বলছি এটি হচ্ছে আসমানী কিতাব ইব্রাহিম নবীর উপর নাযিল হয়েছিল আমি তার দ্বীনের অনুসারী এবং কিতাব এর প্রচলন দাওয়াত প্রদানকারী নিজে থেকে কিছু বলছি না ওই আসমানের কিতাবে কি লেখা আছে আমাদেরকে খোদাকে অপমানিত করতে হবে |
বাকি কাহিনীটা ভিডিওতে দেখুন
*ডাউনলোড* বা দেখার নিয়ম ঃ-
সম্পূর্ণ ভিডিওটি দেখতে বা ডাউনলোড করতে টেলিগ্রামে দেখুন
